আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে মোট ৫১০ কেজির ১৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। খাদ্য অধিদপ্তর ও পুলিশ গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুরকা গ্রামের আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তির বাড়ি থেকে এ সরকারি চাল জব্দ করে। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল বলে জানা গছে।
এ ঘটনায় আবুল হোসেনকে আটক করেছে পুলিশ। তবে অভিযানের আগাম খবর পেয়ে ডিলার ফয়েজ উদ্দিন আগেই পালিয়ে যান।
এদিকে এ ঘটনায় গতকাল অভিযুক্ত ডিলার ফয়েজ উদ্দিন ও সহযোগী আবুল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম তাজুল হুদা আজ সোমবার সকালে জানান, উদ্ধার করা চালের প্রতি বস্তার গায়ে ‘খাদ্য অধিদপ্তর’ লেখা ছিল।