আবির হোসাইন শাহিন : সিরাজগঞ্জে নির্দিষ্ট সময়ের পর অকারণে বাইরে ঘোরাফেরা করা, দোকানপাট খোলা, জনসমাগম সৃষ্টি ও আড্ডা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জে ১০৯ জনকে ৫৩ হাজার ৭শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার এসব তথ্য নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।