আমেরিকার কলরাডোতে ৭ বছর বয়সী একটি ছেলে তার তিন বছরের বোনকে শটগান দিয়ে গুলি করে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে শটগান নিয়ে খেলার সময় দুর্ঘটনাক্রমে গুলি বেরিয়ে ছোট বোনের শরীরে লাগে। পরে তার মৃত্যু হয়।
কলোরাডোর ডেনভারের নিকটবর্তী ওয়েস্টমিনস্টার অফিসাররা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ভারী বন্দুকটি পেয়ে ছেলেটি তার বোনের সাথে খেলছিল। শিশুদের মা মিচেলা ডন হারমান সে সময় বাড়িতেই ছিলেন। এ ঘটনায় পুলিশ তাদের মাকে শিশুদের ঝুঁকির মুখে ফেলার দায়ে গ্রেপ্তার করেছে।
বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার ছেলে এবং আরো একটি ছোট কন্যা শিশু কল্যাণ কর্মকর্তাদের অস্থায়ী তত্ত্বাবধানে রয়েছে।