শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে অন্তত তিন সিরীয় সেনা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

‘একাধিক’ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিন সিরীয় সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া একথা জানিয়েছে।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা রবিবার বলেছে, স্থানীয় সময় রাত ৯টার কিছু আগে ক্ষেপণাস্ত্র হামলাগুলো চালানো হয়েছিল। এর লক্ষ্যবস্তু ছিল রাজধানী দামেস্ক এবং উপকূলীয় প্রদেশ তারতুসের নিকটবর্তী গ্রামাঞ্চল।

নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানায়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ‘আগ্রাসন’ মোকাবেলা করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

বার্তা সংস্থাটি বলেছে, ‘আগ্রাসনের ফলে তিন সেনার মৃত্যু হয়েছে। আরো তিনজন আহত হয়েছে। ’

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে হামলা চালানো হয়। আর তারতুসে হামলা হয়েছিল ভূমধ্যসাগর থেকে। সামরিক সূত্রটি সানাকে জানিয়েছে, হতাহত ছাড়াও হামলার কারণে কিছু ‘বস্তুগত’ ক্ষতি হয়।

ইসরায়েল মাঝে মাঝে আশপাশের দেশগুলোতে তার স্বার্থের জন্য ক্ষতিকর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করে থাকে। সূত্র: আল জাজিরা

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD