শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

ক্ষোভে মোটরসাইকেলে আগুন দিলো যুবক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩

মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক মোটরসাইকেল চালককে জেরা করায় ক্ষোভে নিজের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন।‌

সোমবার (৮ মে) মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক নিজের মোটরসাইকেলে আগুন লাগার দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন।

মোটরসাইকেল চালক মামুন আহমদ বলেন, ‘শনিবার মোটরসাইকেলে কাজ করানোর জন্য ওয়ার্কশপে নিয়ে যাই। কিছু কাজ করার পর একই দিন রাতে সাইকেল নিয়ে বাড়ি চলে যাই। রোববার দুপুরে বাড়ি থেকে এসে পাম্পে মোটরসাইকেলে তেল ও কেরোসিন কিনে আবার ওয়ার্কশপে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত আমাকে আটকায়। এ সময় আমি বলি মোটরসাইকেলের কাগজসহ সব কিছু আছে এবং কাগজগুলো ওয়ার্কশপে রাখা আছে। পরে তারা আমাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বলে। এ সময় আমি সাদা কাগজে স্বাক্ষর করিনি। পরে তারা আমার নাম ঠিকানা নিয়ে বলে স্বাক্ষর করার জন্য। আমি তাতেও স্বাক্ষর করিনি। সেসময় তারা আমাকে স্বাক্ষর করার জন্য জোর করে। একপর্যায়ে ক্ষোভে আমি আমার মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেই।’

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, রোববার শ্রীমঙ্গল সড়কে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এ সময় এক মোটরসাইকেল চালককে জেরা করায় সে নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD