কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা কম্পাউন্ডের ভেতরে নিজেদের আয়োজনে পিকনিকের খাবার খেয়ে বিষক্রিয়ায় পরিদর্শকসহ (তদন্ত) অন্তত দশজন আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিলিজ নিয়েছেন চিকিৎসার জন্য ভর্তি হওয়া ৬ জন পুলিশ সদস্য। এর আগে শুক্রবার রাতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অসুস্থরা হলেন- কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খাঁন, উপ-পরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া, ওয়্যারলেস অপারেটর মো. উজ্জ্বল মিয়া, কনস্টেবল মো. কাওসার মিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. সোহাগ মিয়া, সাথী আক্তার ও মো. ওয়াসিম। অন্য দুইজনের মধ্যে বাবুর্চির স্ত্রী ও অন্যজনের নাম জানা যায়নি।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাছেদ মিয়া জানান, শুক্রবার রাতে আমাদের আয়োজনে এক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি। সবাই চিকিৎসাধীন আছেন।
এদিকে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান অসুস্থ অবস্থায় বাসায় রয়েছেন বলে জানালেও কী কারণে অসুস্থ হয়েছেন তা বলেননি।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ঈশা খান জানান, খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কটিয়াদী মডেল থানার ৬ জন পুলিশ শুক্রবার রাত ও শনিবার দিনে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে ছাড়পত্র নিয়েছেন তারা। এখন সবাই সুস্থ রয়েছেন।