বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বিয়ের সাজে কেয়া পায়েল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় ও আলোচিত তারকা কেয়া পায়েল। অভিনয়, বিজ্ঞাপন এবং ব্যবসা—তিনটি ক্ষেত্রেই নিজের দক্ষতা ও প্রতিভা প্রমাণ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা কেয়া এবার দেখালেন তার ব্যবসায়িক ও ফ্যাশন সেন্সের এক অন্যরূপ।

অভিনয় জীবনের পাশাপাশি কেয়া পায়েলের রয়েছে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘পার্ল বাই পায়েল’, যেখানে তিনি বিভিন্ন ফ্যাশন ও বিয়ের থিমের ফটোশুট আয়োজন করেন। সম্প্রতি এ প্রতিষ্ঠানটির একটি বিয়ের ফটোশুটে মডেল হিসেবে অংশ নিয়েছেন কেয়া। এ ফটোশুট তার বিয়ের সাজ, সূক্ষ্ম মেকআপ, ঝকঝকে গহনা এবং পরিপূর্ণ স্টাইল একত্রে যেন এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে।

ফটোশুটের প্রতিটি ছবিতে কেয়া যেন নবদম্পতির স্বপ্নময় ভাব ফুটিয়ে তুলেছেন। ছোট পর্দার পরিচিত মুখ হিসেবে তার স্বাভাবিক সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী ভঙ্গিমা ছবিগুলোকে আরও প্রাণবন্ত করেছে। সোশ্যাল মিডিয়ায় এ ছবিগুলো এরই মধ্যে প্রশংসিত হচ্ছে।

কেয়া পায়েল শুধু অভিনয়েই নয়, ব্যবসায়িক উদ্যোগেও তার স্বাদ ও নান্দনিকতার পরিচয় দিয়েছেন। ‘পার্ল বাই পায়েল’-এর মাধ্যমে তিনি নতুন প্রজন্মের নারীদের জন্য ফ্যাশন ও বিয়ের থিমের নান্দনিক ধারণা উপস্থাপন করছেন।

এদিকে নাটক নিয়েও রয়েছে কেয়ার ব্যস্ততা। সর্বশেষ তাকে ‘চোর’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করতে দেখা গেছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম।

এ ছাড়া এই অভিনেত্রী ঘুরে বেড়ানো পছন্দ করেন। কাজের ফাঁকে সুযোগ হলেই পৃথিবীর বিভিন্ন দেশে ছুটে যান এবং সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD