বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

ডাক্তার-নার্সদের জন্য বাক্সভর্তি খাবার পাঠাচ্ছেন আলিয়া ভাট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

 

করোনাভাইরাসের মতো কঠিন পরিস্থিতে সামনে থেকে সেবা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের এ অবদান প্রশংসা করছেন সবাই। তাই তাদের পাশেও অনেক দাঁড়াচ্ছেন। স্বাস্থ্যকর্মীদের নানাভাবে সহায়তা করছেন বলিউড তারকারা। এর আগে শাহরুখ, অক্ষয়, সনু সোদ, সোনাক্ষীদের এ সহায়তা প্রদান করতে দেখা গেছে।

এবার তাদের তালিকায় এলো আলিয়া ভাটও। তিনিও স্বাস্থ্যকর্মীদের মধ্যে হাসি ছড়াচ্ছেন। তাদের জন্য পাঠাচ্ছেন বাক্সভর্তি খাবার।

মুম্বাইয়ের কেইএম হাসপাতালের কর্মরত ড. শ্রীপাদ গঙ্গাপুকুর নামে একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার টুইটার অ্যাকাউন্টে আলিয়া ভাটের পাঠানো খাবারের ছবি তুলে শেয়ার করেছেন। যেখানে রয়েছেন একটি চকলেট বার, মিষ্টি বান, আপেলের জুস এবং অন্যান্য কিছু খাবার।

আলিয়া ভাটকে ধন্যবাদ জানি শ্রীপাদ লিখেছেন, ধন্যবাদ আলিয়া ভাট এই মিষ্টি উপহারের জন্য। এই মহামারির সময়ে এটি সত্যি প্রশংসনীয়। কমিউনিটিকে সুস্থ ও নিরাপদ রাখতে আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ। আপনি সত্যিকারের হিরো।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD