ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এখন বাড়তি ঝাঁজ আর নাটক। কিছুদিন আগে পুরুষ এশিয়া কাপে দুই দেশের লড়াইয়ে ক্রিকেটের বেশি আলোচনার খোরাক জুগিয়েছে হ্যান্ডশেক বিতর্ক এবং ট্রফি গ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা। এবার নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দেশ। সেই ম্যাচ আবার মশার উৎপাতে এক দফা বন্ধও হয়েছে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ম্যাচে ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাট করছিল ভারত। পরের ওভারেই ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের।
মশার উৎপাতে খেলা বন্ধ ছিল মিনিট কয়েক। ওই সময় মুনিবা আলি ও ফাতিমারা স্প্রে করতে করতে মজায় মেতে ওঠেন।
৩৪ ওভারের পর আবারও বিপত্তি। এবার একশন নেওয়া হলো জোরেশোরে। পেশাদার কীটনাশক ছিটানো ব্যক্তিদের দিয়ে মাঠে স্প্রে করা হয়। ওই সময় মাঠের বাইরে অবস্থান করছিলেন দুই দলের ক্রিকেটাররা। ফলে খেলা বন্ধ রাখা হয় ১৫ মিনিটের মতো।
মশার উৎপাত পেরিয়ে শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করতে সমর্থ হয় ভারত। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে দলটি স্কোরবোর্ডে জমা করে ২৪৭ রান।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আসে তিনে নামা হারলিন দেওলের ব্যাটে। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ডায়ানা বেগ। ১০ ওভারে ৬৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।