বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

এশিয়া কাপ চলাকালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দেশে ফিরেই ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশের। মঙ্গলবার (৭ অক্টোবর) এই সিরিজের সূচিতে পরিবর্তন আনার কথা জানিয়েছে বিসিবি।

বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনা করে সূচিতে হালকা পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী ১৮, ২০ ও ২৩ অক্টোবর হওয়ার কথা ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ওয়ানডে। কিন্তু নতুন সূচিতে বদলে গেছে দ্বিতীয় ওয়ানডের তারিখ। ২০ অক্টোবরের পরিবর্তে ম্যাচটি হবে ২১ অক্টোবর। মিরপুর শেরেবাংলায় তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে।

টি-টোয়েন্টি সিরিজ আগের সূচি অনুযায়ী ২৬, ২৮ ও ৩১ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী প্রথম দুই টি-টোয়েন্টির তারিখ বদলে গেছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৭ ও ২৯ অক্টোবর হবে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। আর টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা।

ওয়ানডে সিরিজের সূচি

প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে ২১ অক্টোবর

তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর

টি-টোয়েন্টি সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি ৩১ অক্টোবর

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD