শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন হোম কোয়ারেনটাইনে ৮৩ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন সিনিয়র অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার (৮ এপ্রিল) ব্যাংকটির আক্রান্ত ওই কর্মকর্তা বাদে আরও ৮৩ জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামসুল ইসলাম এ তথ্য নিশ্চত করেছেন।

শামসুল ইসলাম বলেন, আমাদের ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন সিনিয়র কর্মকর্তা আজ (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে আমাদের যা করণীয়, আমরা তার সবই করেছি।

তিনি বলেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় অক্রান্ত কর্মকর্তাসহ মোট ৮৪ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। আমরা সবাইকে হোম কোয়ারেনটাইনে পাঠিয়ে দিয়েছি। তারা সবই আগামী ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকবেন এবং ব্যাংকের শাখাটি লকডাউন থাকবে।

অগ্রণী ব্যাংকের এই ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার কাজ এখন থেকে মতিঝিল দিলকুশার আমিন কোর্ট ভবনের বৈদেশিক লেনদেন শাখা থেকে পরিচালিত হবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD