বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

অপূর্ব ও অস্ট্রেলিয়ান অভিনেত্রীর ‘প্রেম-বিরহ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে বিশ্ব এখন হাতের মুঠোয়। এতে ভিন্ন দেশের ভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া এখন আর দূরহ কিছু নয়।

এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ওয়ান এন্ড অনলি’। এতে অভিনয় করেছেন বাংলাদেশের অপূর্ব এবং অস্ট্রেলিয়ার জাসিনতা স্কোয়ারেস জড়িয়ে পড়েন সম্পর্কে।

‘ওয়ান এন্ড অনলি’র গল্পে দেখা যায়- সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি অরণ্য এবং অস্ট্রেলিয়ান লানার পরিচয় হলে- তাদের বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। ভালোবাসা ছাড়াও দু’জনের মাঝে নিজ নিজ দেশ, ভাষা ও সংস্কৃতির আদান-প্রদান ক্রমেই মজবুত হয়ে উঠে। লানার বান্ধবী চেলসি তাকে বোঝায় এমন ছেলেরা অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে অভিবাসী হবার জন্যই এখানকার মেয়েদের সঙ্গে সম্পর্ক এবং বিবাহ করে। লানার বিশ্বাস হয় না। বরং সে অরণ্যর সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়।

অন্যদিকে বাংলাদেশে রওনা দেবার আগমূহুর্তে লানার প্রতিবেশী ফারজানা ও প্রমাণ করে যে অরণ্য অস্ট্রেলিয়ার সিটিজেন হবার লোভেই লানার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে।

এবার লানা ভেঙ্গে পড়ে। সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নেয়। অরণ্যর সঙ্গে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেয়। আর এদিকে অরণ্য নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে এসে অপেক্ষা করতে থাকে লানার জন্য। কিন্তু লানা আসে না।

অরণ্য লানার সঙ্গে কোনোভাবে যোগাযোগে ব্যর্থ হয়ে প্রতিদিন লানার জন্য ফুলহাতে এয়ারপোর্টে নির্দিষ্ট ফ্লাইটের অপেক্ষায় দাড়িয়ে থাকে। মানুষ তাকে পাগল ভাবা শুরু করে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়াসহ দেশের গণমাধ্যমেও খবর প্রচার শুরু হয়।

কেটে যায় দুই বছর। ঘটনাচক্রে লানার সঙ্গে অরণ্যর বন্ধু রুশোর দেখা হলে লানা বুঝতে পারে ফারজানা তাকে ভুল বুঝিয়েছিল। অরণ্য তার পথ চেয়ে এখনো অপেক্ষায় আছে। এটা জানতে পেরে লানা অরণ্যর সঙ্গে যোগাযোগ করে। দুজনের ভালোবাসা নতুন পথ খুঁজে পায়।

এভাবেই একাধিক বাঁকচক্রে ভরপুর নাটক ‘ওয়ান এন্ড অনলি’ আরটিভিতে দেখবেন ঈদের দিন রাত ৯টায়।

সৈয়দ জিয়া উদ্দিনের রচনা এবং রহমতুল্লাহ্ তুহিনের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন, সোফি ব্রাওয়ার্র মরিসন (অস্ট্রেলিয়া), সালমান আরিফ, সেঁজুতি ইসলাম, নন্দ চক্রবর্তী ছোটন প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD