বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাউজান ব্রিজের ওপর রেললাইন ভেঙে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।

এ সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন শরৎনগর স্টেশনে ও রংপুরগামী রংপুর এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়ে।

রেললাইন মেরামত ও ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএন-২) বীরবল মণ্ডল। তিনি জাগো নিউজকে জানান, ব্রিজের ওপর রেললাইনে ফাটল ধরে ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রেখে মেরামত করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, রেললাইনের ওপর ট্রেনে লাইন ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, রেললাইন সার্বক্ষণিক পর্যবেক্ষণের কাজে নিয়োজিত একজন ওয়েম্যান ব্রিজের ওপর রেললাইন ভাঙা দেখে রেল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর রেললাইন মেরামত শেষে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD