বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

আমিরাতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৭৮১, মৃত্যু ১৩ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার টেস্ট করে সর্বোচ্চ ৭৮১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ১৩ জন মৃত্যুবরণ করেছেন, সুস্থ হয়েছেন ৫০৯ জন।

রোববার (১০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন অর্থাৎ শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটিতে নতুন করে ৬২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ১১ জনের।

রোববারের তথ্য অনুযায়ী, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৮,১৯৮ জন, মৃত্যুবরণ করেছেন ১৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৪,৮০৪ জন।

এদিকে আমিরাতে এখন পর্যন্ত করোনা টেস্ট করা হয়েছে ১.৩ মিলিয়ন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। পবিত্র মাহে রমজানে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জনসাধারণের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD