পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মধ্য দিয়ে দেশবাসীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এছাড়া যেহেতু ভিন্ন প্রেক্ষাপটে ঈদুল ফিতর উদযাপিত হবে তাই দেশবাসীর উদ্দেশে প্রয়োজনীয় দিক নির্দেশনা থাকবে প্রধানমন্ত্রীর ভাষণে।
প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। এছাড়াও বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।
লাইট নিউজ