বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

এবার সুশান্তকে অনুসরণ করে তরুণীর আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

 

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার শোক কাটতে না কাটতেই তাকে অনুসরণ করে আত্মহত্যা করেছেন আরও তরুণী। এই নায়কের মৃত্যু শোক মেনে নিতে না পেরে ও ব্যক্তিগত জীবন নিয়ে হতাশায় ভুগে বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের হুগলি জেলার উত্তরপাড়ায়।

ভারতের এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উত্তরপাড়ার ঘড়িবাড়িতে থাকতেন অরুন্ধতী দাস নামের ৩২ বছরের এই তরুণী। আইটি সেক্টরে চাকরি করতেন তিনি। সম্প্রতি লকডাউনে তার চাকরি চলে যায়।
এরপর থেকেই মানসিক হতাশায়ও ভুগছিলেন।

১৪ জুন সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। গত ১৬ জুন সুশান্তকে নিয়ে একটি পোস্টে অরুন্ধতী লেখেন, ‘তুমি রবে নীরবে’।

জানা গেছে, বৃহস্পতিবার বাড়িতে মাংস রান্না করে অরুন্ধতী গোসল করতে ঢুকে গলায় ফাঁস নিয়েছেন। বাথরুমের দরজা ভেঙে তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চার বছর আগে বিয়ে হয়েছিলো অরুন্ধতীর। দুই বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। কেন অরুন্ধতী আত্ম হত্যা করলেন, তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD