রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

করোনাভাইরাসে বিশ্বব্যাপী কমেছে মৃত্যু বেড়েছে সুস্থতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

 

ক্ষীণ হলেও আশার আলো দেখাচ্ছে পরিসংখ্যান। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত ৭ দিন ধরে কমছে। কমছে আক্রান্তের সংখ্যাও। উন্নতি দেখা যাচ্ছে আরোগ্য লাভের ক্ষেত্রেও। এই মহামারি ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৩৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৯২৮ জন।

 

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ২৩০ জন। আগের দিন অর্থাৎ ১৯ এপ্রিলে সুস্থ হয়ে উঠেছিলেন ২৮ হাজার ৬১৬ জন। সর্বোচ্চ সুস্থ হওয়ার ঘটনা ঘটেছে ১৬ এপ্রিলে, ৩৬ হাজার ৯৯৯ জন। কমবেশি হলেও মোটাদাগে বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা।

 

গত ১৪ এপ্রিলে করোনাভাইরাসের সংক্রমণে সর্বোচ্চ ১০ হাজার ৭৬১ জনের মৃত্যু দেখেছিল বিশ্ব। তারপর ধীরে ধীরে কমছে। ১৫ এপ্রিলে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৯৬ জন, ১৬ এপ্রিলে ৬ হাজার ৮১৩, ১৭ এপ্রিলে ৮ হাজার ৩২৬, ১৮ এপ্রিলে ৬ হাজার ৪৩৩, ১৯ এপ্রিলে ৪ হাজার ৯৮৪, ২০ এপ্রিলে ৫ হাজার ৩৬৬ জন।

 

আক্রান্ত হওয়ার হারও কমছে। ১৬ এপ্রিলে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৫৪ জন, ১৭ এপ্রিলে আক্রান্ত ৮৬ হাজার ৪৯৭, ১৮ এপ্রিলে সংখ্যাটা কমে হয়েছে ৮১ হাজার ৯০৬ জন, ১৯ এপ্রিলে ৭৫ হাজার ৮০৪, ২০ এপ্রিলে ৭৩ হাজার ৯২৮।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD