বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

করোনার নমুনা সংগ্রহে বুথ উপহার দিলেন শিক্ষার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের (কভিড-১৯) নমুনা সংগ্রহের বুথ উপহার দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা। উপজেলার নওয়াপাড়া মডেল স্কুল এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ব্যাচ-১৯৯৫) ও প্রকৌশলী শওকত হোসেন বেগের সহযোগিতায় বুথটি উপহার হিসেবে তৈরি করে দেওয়া হয়।

বৃহস্পতিবার ওই বুথের উদ্বোধন করেন, যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহামুদুর রহমান রিজভী, আরএমও ডা. আলিমুর রাজীব, মেডিক্যাল অফিসার ডা. আহমেদ ফয়সাল পাভেল, ডা. দীপাঞ্জন সাহা, ডা. সাদিয়া জাহান, ডা. ইফফাত দিপ্তী, ডা. টুম্পা কুন্ডু, ডা. তাফরিয়া হিয়া, ডা. ফারিয়া রহমান, প্রকৌশলী শওকত হোসেন বেগসহ নওয়াপাড়া মডেল স্কুল এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ব্যাচ-১৯৯৫) নেতারা।

এ ব্যাপারে প্রকৌশলী শওকত হোসেন বেগ বলেন, চিকিৎসক ও রোগীর স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে আমরা বুথটি তৈরি করে উপহার হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সকে দিয়েছি। ফলে চিকিৎসকসহ অভয়নগরবাসী উপকৃত হবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD