করোনাকালেই বিয়ে করলেন ‘কমন জেন্ডার’ খ্যাত নির্মাতা নোমান রবিন। আজ বৃহস্পতিবার পুষ্টিবিদ নায়লা বারীর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তিনি।
নোমান রবিন জানান, বৃহস্পতিবার সকালে উভয় পরিবারের মাত্র ৪ জন সদস্যের উপস্থিতিতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনার দিন ফুরালে বিয়ের আনুষ্ঠানিকতার পরিকল্পনা করবেন তারা।
‘কমন জেন্ডার’ নির্মাতা নোমান রবিন বলেন, ‘নায়লা বহুগুণে গুণান্বিত। তার নিত্য নতুন সৃজনশীল ভাবনা আমাকে মুগ্ধ করেছে। আমার চলচ্চিত্র নির্মাতা পরিচয়ে সে গর্ববোধ করে। আমরা দুজনেই দুজনার কর্মে মুগ্ধ।’
নোমান রবিন আরও বলেন, ‘আমাদের বন্ধুত্বের বয়স প্রায় ৪ বছর হতে চলল। যদিও একে অপরকে জানতে ও বুঝতে শিখেছি কিছু দিন হল। আমাদের মধ্যে অনেক কিছু কমন, দুজনেই স্পষ্টবাদী, নির্ভিক। লকডাউনের এই সময় আমরা দূর থেকে এসে অপরকে অনুভব করেছি। সেই ভাবনায় গড়ালো বিয়েতে।’
নায়লা বলেন, ‘মানুষটার দৃষ্টিভঙ্গি, মন-মানসিকতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। নোমান তার কাজ দিয়ে দেশের জন্য অনেক সম্মান বয়ে আনুক, তার পাশে থাকতে চাই।’
লাইট নিউজ/আই