স্টাফ রিপোর্টার : দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে। হেমাটোলজিস্ট কর্নেল (অব.) অধ্যাপক ডা. মনিরুজ্জামান কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণ হারানো দ্বিতীয় চিকিৎসক।
রোববার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. মনিরুজ্জামানের মৃত্যু বরন করেন।
বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৫ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের চিকিৎসক ডা. মঈন উদ্দিন।
লাইট নিউজ