স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের খানপুর তিন শ শয্যা হাসপাতালে কভিড-১৯ টেস্টের জন্য স্থাপিত ল্যাব আজ বুধবার উদ্বোধন করা হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে ল্যাবের সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।
ডা. সঞ্চয় বলেন, ‘আমাদের ল্যাবের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখানে প্রতিদিন এক সেটাপে ৯০টি করে টেস্ট করা যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, স্বাস্থ্য সচিব, জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন (সিএস) ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় প্রমুখ উপস্থিত থাকবেন।
লাইট নিউজ