কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেম নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রায় সময় বিভিন্ন জায়গায় তাদের হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেলেও প্রেমের বিষয়টি এখনও স্বীকার করেননি বলিউডের এই দুই তারকা।
কিয়ারা-সিদ্ধার্থের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণার জন্য মুখিয়ে রয়েছেন তাদের ভক্তরা। সম্প্রতি ভক্তদের সেই মনের আসা পূরণ করে দিলেন সিদ্ধার্থ।
‘আস্ক মি অ্যানি কোয়েশ্চেন’-এ অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। যেখানে বলিউডের এই অভিনেতাকে প্রেমিকা কিয়ারাকে এক শব্দে বর্ণনা করতে বলে তার এক ভক্ত। এর জবাবে ৩৫ বছর বয়সী এই অভিনেতা চালাকি করে বলেন, ‘শেরশাহ’।
চালাকি জবাব বলা হচ্ছে এই কারণে, কিয়ারা-সিদ্ধার্থের আসন্ন ছবির নাম ‘শেরশাহ’। এর মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন তারা।
লাইট নিউজ/আই