লাইট নিউজ প্রতিবেদক : ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ডিবি পুলিশ ভারত থেকে পাচার করে আনা ৫কেজি রৌপা উদ্ধার ও ১টি মোটর সাইকেল জব্দ করেছে । এ সময় মোটর সাইকেল ফেলে পাচারকারী পালিয়ে যায় ।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহায়মেনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পুলিশের গয়েন্দা শাখা (ডিবি) এস, আই ইউনুস আলি গাজীর নেতৃত্বে ৬ সদস্যের ১টি টিম শুক্রবার উপজেলা জগনাথপুর মোড়ে অভিযান চালায় । এ সময় ১ টি মোটর সাইকেল আরোহী কে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যায় , পরে মোটর সাইকেলের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ৫কেজি রৌপা উদ্ধার করে পুলিশ ।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহায়মেনুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন । এ ব্যাপারে ডিবি পুলিশ পক্ষথেকে কোটচাঁদপুর থানার মামলা করা হয়েছে । ডিবির এস, আই ইউনুস আলী জানান, ভারত সীমান্ত বতী জীবন নগর থেকে এ রৌপ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল ।
লাইট নিউজ/ রাজো