লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী-চিত্রাপাড়া গ্রামে প্রায় ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়েছে। আজ রবিবার এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গ্রামের প্রয়াত মুরুব্বি মকফর উদ্দিন মুনশীর বড় ছেলে শহিদুল হক এবং সেজ ছেলে ফরিদ আহমেদের অর্থায়নে এবং অপর দুই ছেলে আবুল মনসুর মুনশী(মঞ্জু) এবং আব্দুল হালিম মুনশীর ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই কাজে গ্রামের মুনশী বাড়ির সকলের অংশগ্রহণ ছিল।
লাইট নিউজ/ফামুরা