ময়মনসিংহের গফরগাঁওয়ে কোথাও নেই মহামারী করোনা সংক্রমণের ভয়। রাস্তাঘাট, দোকানপাট, যানবাহনে সবাই যেন স্বাস্থ্যবিধি না মানার প্রতিযোগিতায় মেতেছেন। সামাজিক দূরত্ব, মুখে মাস্ক পরা কিংবা হাত ধোয়া যেন শুধুই কথার কথা। অথচ এ পর্যন্ত উপজেলায় পৌর মেয়র, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার-নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এর মধ্যে পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমনসহ ২৮ জন সুস্থ হয়েছেন।
আজ সোমবার পৌর শহর ঘুরে দেখা যায়, রাস্তায় অসংখ্য যানবাহনের অবাদ যাতায়াত। মাঝে মাঝে লেগে যাচ্ছে যানজট। প্রতিটি যানবাহনে যাত্রী বোঝাই থাকলেও অধিকাংশ যাত্রী ও পথচারীদের মুখে নেই মাস্ক। দোকানপাটেও একই অবস্থা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলশিক্ষক বলেন, একটু সচেতনতা না থাকায় আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ যদি দয়া করে আমাদের রক্ষা করেন। এ ছাড়া কোনো উপায় নেই।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, আমার অফিসাররা লোকজনকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করি। কিন্তু আমাদের তো এত ফোর্স নাই যে সব জায়গায় দেওয়া যাবে। মানুষ নিজেরা সচেতন না হলে কি করে সম্ভব?