ফাহিম মুনতাসির রাফিন, কোটালীপাড়া প্রতিনিধি : শুরু হয়ে গেছে বোরো মৌসুম। কৃষকের মেতে ওঠার কথা ছিলো ধান কাটার উৎসবে। কিন্তু করোনা ভাইরাসের আক্রমণে ধান কাটা নিয়ে কৃষকের মুখে চিন্তার ছাপ। আর সেই চিন্তা দূর করতে এগিয়ে এলো একঝাক যুবক।
কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের মধ্যবাড়ি খ্যাত এক বাড়ির একজন কৃষকের ধান পেঁকে গেছে। কিন্তু পাচ্ছিলেন না ধান কাটার লোক। আর তখনই শরণাপন্ন হন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের। আর তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক। তিনি প্রায় ১০-১২ জন ছাত্রলীগকর্মীকে নিয়ে ছুটে আসেন আজ ভোরবেলায় এবং সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাঁটার পর জমির সব ধান কাটা শেষ হয়।
এতে যেমন স্বস্তি পেয়েছেন কৃষক তেমনি অসহায়ের পাশে দাড়াতে পেরে খুশি হয়েছেন ছাত্রলীগ কর্মীরা। আর অসুস্থ থাকায় না আসতে পারলেও ফেসবুকে সহকর্মীদের উৎসাহ দিয়েছেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব মেহেদী হাসান মুন।
লাইট নিউজ