লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যে চলমান তীব্র উত্তেজনার নিরসন হচ্ছে। দুই দেশ ওই অঞ্চলে মুখোমুখি অবস্থান থেকে সেনা সরানোর বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা যায়, সোমবার চীন ও ভারতের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা দীর্ঘ ১১ ঘণ্টার এক বৈঠক করেছেন। সেখানেই দুই পক্ষ লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থান নেয়া সেনাদের সরিয়ে নিতে একমত হয়েছেন।
ঘটনার শুরু গত সপ্তাহে। হিমালয় পর্বত শ্রেণির পশ্চিমাংশে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভারতের ২০ সেনা নিহত ও অন্তত ৭৬ জন আহত হয়।
এই ঘটনার পর চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস হতাহতের ঘটনা উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।
লাদাখ সীমান্তে সহিংসতার পর দুই দেশই ওই এলাকার বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থান নেয়। বাড়তে থাকে উত্তেজনা। পরিশেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বি-পাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কমিয়ে দিলো উত্তেজনা।
রয়টার্স বলছে, লাদাখের সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা সরিয়ে নিতেই এই বৈঠকের আয়োজন করা হয়। উভয় পক্ষই ওই এলাকা থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সংবাদ সম্মেলনে বলেন, বৈঠকে দুই পক্ষ নিজেদের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সংলাপ ও সমঝোতার মধ্য দিয়ে চুক্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উত্তেজনা নিরসনের বিষয়ে সম্মত হয়েছে।