চলতি মৌসুমে ক্লাব ফুটবলের সবেচেয়ে বড় আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ আজ (৩০ মে) মাঠে গড়ানোর কথা ছিল। আর শিরোপা নির্ধারণী ম্যাচটি হওয়ার কথা ছিল তুরস্কের ইস্তানবুলে।
তবে করোনাভাইরাসের কারণে আসরটি মাঠে গড়ানো নিয়েই এখন শঙ্কা রয়েছে। আর ফাইনালের ভেন্যু হিসেবে ইস্তানবুলও আর থাকছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসে এমন তথ্য দেন।
সূত্রটি আরও জানান, আগামী ১৭ জুন নির্বাহী কমিটির সভায় ইউরোপা লিগের ফাইনালের ভেন্যু হিসেবে পোল্যান্ডের দানেস্ককে নির্ধারিত করা হবে। তবে তিনি এটি প্রকাশ্যে বলতে চাইছেন না, কেননা অন্য ভেন্যুর ব্যাপারেও আলোচনা চলছে।
গেল মার্চে শেষ ষোলোর মাঝেই থেমে যায় চ্যাম্পিয়নস লিগ। আর ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এখন লিগটি শেষ করার জন্য পরিকল্পনার বাইরে কয়েকটি নতুন ভেন্যু নিয়ে চিন্তা করছে।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ধীরে ধীরে কমায় ইউরোপের শীর্ষ লিগও শুরু করার পরিকল্পনা করছে দেশগুলো। ইতিমধ্যে শুরু হয়ে গেছে জার্মানির বুন্দেসলিগা। স্পেনের লা লিগাও শুরু করার নতুন সময় দিয়েছে।
তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও দ্বিতীয় সর্বোচ্চ ইউরোপা লিগ কিভাবে আগস্টের মধ্যে শেষ করবে সে ব্যাপারে আলোচনা করে যাচ্ছে।
এদিকে তার্কিশ ফুটবল কর্মকর্তাদের সঙ্গে আগামী সপ্তাহে ফের বৈঠক করবে উয়েফা। যেখানে ভবিষ্যতে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে আরেকটি ফাইনাল আয়োজন করার ব্যাপারে আশ্বস্ত করা হবে।
অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইস্তাম্বুল থেকে সরে পর্তুগালের লিসবনে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজন করা হতে পারে।
লাইট নিউজ/আই