স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকা শহরে প্রতি ঘণ্টায় প্রায় ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত ৮ দিনে মোট আক্রান্ত হয়েছে ২৪৫৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে মোট ৪০৯ জন। এ পর্যন্ত রাজধানী ঢাকাতে মোট ১৮০টি এলাকায় সংক্রমিত হয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস।
বুধবার ১৩ মে আইইডসিআর’র সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংস্থাটির প্রতিবেদনে দেখা গেছে, গত ৫ মে’তে ঢাকায় মোট সংক্রমণের সংখ্যা ছিল ৫২২৬ জন। ৮ দিনে এই সংখ্যা বেড়েছে অনেকটাই। বর্তমানে শহরে মোট আক্রান্তের সংখ্যা ৭৬৮৪ জন। এর মধ্যে সব চেয়ে বেশি আক্রান্ত এলাকাগুলো হলো, যাত্রাবাড়ি ২০৬ জন, রাজারবাগ ২০২ জন, মহাখালি ১০৮ জন, মুগদা ১৮১ জন, কাকরাইল ১৭৬ জন, মোহাম্মদপুর ১৬৪ জন, লালবাগ ১১৬ জন, তেজগাঁও ১১৩ জন, উত্তরা ৯২, মগবাজার ৮৯, মালিবাগ ৮৯ জন, বাবুবাজার ৮৮ জন, বংশাল ৮২ জন, ধানমণ্ডি ৭৬ জন, খিলগাঁও ৭৫ জন, গেন্ডারিয়া ৭০ জন।
লাইট নিউজ