বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

তালেবানের হামলায় আফগানিস্তানে ১৮ সেনা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

 

আফগানিস্তানের তালেবানের হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ১৮ সদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওযান ও কুন্দুজ প্রদেশে এসব হামলা হয়েছে।

তার মধ্যে জাওযান প্রদেশের একটি চেক পয়েন্টে তালেবানের হামলায় ১২ সেনা নিহত হয়।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মারুফ আযার জানান, বুধবার দিনের প্রথমভাগে তালেবান গোষ্ঠী ওই হামলা চালায় এবং এতে নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য নিহত হয়। ভোরের ওই হামলায় তালেবান গেরিলারা নিরাপত্তা বাহিনীর আও চার সদস্যকে অপহরণ করে। অবশ্য নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালেবানের পাঁচ সদস্য মারা যায়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, তালেবানের হামলায় তাদের ছয় সেনা নিহত হয়েছে। তবে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ নিহতের সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন।

এদিকে, তালেবান সন্ত্রাসীরা কুন্দুজ প্রদেশে একটি সামরিক অবস্থানে আলাদা হামলা চালিয়েছে।

প্রাদেশিক পরিষদের সদস্য আমিন উদ্দিন জানিয়েছেন, তালেবানের হামলায় ছয় সেনা নিহত হয়েছে এবং সংঘর্ষ ৫ ঘণ্টা স্থায়ী হয়। সামরিক ঘাঁটির মুখপাত্র হাদি জামাল জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় তালেবানের চার সদস্য নিহত হয়। তবে এ হামলা সম্পর্কে তালেবান কোনো মন্তব্য করেনি।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD