বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

দীপিকার মতো মেয়ে বিয়ে করতে চান কার্তিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

এখনও পর্যন্ত একসঙ্গে কোন ছবিতে কাজ না করলেও দীপিকা পাড়ুকোনের সঙ্গে দারুণ এক সখ্যতা রয়েছে কার্তিক আরিয়ানের। বিমানবন্দরে নাচ থেকে শুরু করে বেশ কিছু কারণে একসঙ্গে খবরের শিরোনামে এসেছে বলিউডের এই দুই তারকার নাম।

আরও একবার খবরের শিরোনামে এসেছে দীপিকা-কার্তিকের নামটি। সম্প্রতি একটি লাইভে অংশ নিয়েছিলেন কার্তিক আরিয়ান। যেখানে তিনি জানান, দীপিকা পাড়ুকোনের মতোই কাউকে বিয়ে করতে চান।

কিন্তু দীপিকা পাড়ুকোনের মতো মেয়েকে কেনো বিয়ে করতে চান কার্তিক আরিয়ান? এমন প্রশ্নের জবাবে ২৯ বছর বয়সী এই তারকা বলেন, “এমন একজন যে তার স্বামীকে গর্ব করে দেখায়।”

দীর্ঘ ছয় বছর মন দেওয়া-নেওয়ার পর ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন। এরপর প্রায় সময় স্বামীর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তিনি।

শুধু দীপিকা পাড়ুকোনের মতো মেয়েকে বিয়ে নয়, বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের জন্যও মুখিয়ে রয়েছেন কার্তিক আরিয়ান। তাকে এবং দীপিকাকে মানাবে কিনা এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভক্তদের কাছে।

একই সঙ্গে বলিউডের এই অভিনেতা তার ভক্তদের কাছে অনুরোধ করেছেন, তিনি দীপিকার সঙ্গে অভিনয় করতে চান এই তথ্যটি যেনো সারাবিশ্বে ছড়িয়ে দেয়।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD