স্টাফ রিপোর্টার : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯ জনের। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১১৬২ জন। নমুনা সংগ্রহ হয়েছে ৭৮৬২টি। পরীক্ষা হয়েছে ৭৯০০টি। করোনা টেস্ট করার মোট ল্যাব এ পর্যন্ত ৪১টি।
বুধবার (১৩ মে ২০২০) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে নতুন করে আক্রান্ত হয়েছে মোট ৪০৯ জন। এ পর্যন্ত রাজধানীতে মোট ১৮০টি এলাকায় সংক্রমিত হয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। এর মধ্যে যাত্রাবাড়িতে সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এলাকাটিতে গত ৮ দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ জন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
লাইট নিউজ