শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

নওগাঁ পুলিশের করোনা আক্রান্ত এসআই’র রাজশাহীতে মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে পুলিশের এক কর্মকর্তা মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মকর্তা জানান, তার নাম মোশাররফ হোসেন (৫৭)। বাড়ি পাবনার সুজানগর এলাকায়। তিনি নওগাঁ পুলিশ রিজার্ভ ফোর্সের উপপরিদর্শক (এসআই) ছিলেন।

সিভিল সার্জনের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও জানান, করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ায় মোশাররফ হোসেনকে গতকাল সন্ধ্যা সাতটার দিকে নওগাঁ থেকে এনে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১১টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

নিয়ম মেনে তার মরদেহ দাফন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত পুলিশের ১২ জন সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার স্বার্থে রাজশাহী খ্রিস্টান মিশন হাসপাতালকে ব্যবহার করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD