রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন

নাটোরে মসজিদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদান বিতরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : করোনা কালীন সময়ে মসজিদের দৈনন্দিন ব্যয়ের জন্য নাটোরে ৩,০৩২ টি মসজিদের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এক কোটি একান্ন লক্ষ ষাট হাজার (১,৫১,৬০০০০) টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার মসজিদসমূহের ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দের হাতে অনুদানলব্ধ নগদ অর্থ হস্তান্তর করা হয়। জেলার অবশিষ্ট পাঁচটি উপজেলার মসজিদসমূহে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আজ অনুদানের অর্থ বিতরণ করা হয়।

নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ সময়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মপ্রাণ মুসল্লীরা যাতে মসজিদে গিয়ে স্বাভাবিকভাবে ইবাদত করতে পারেন সেই লকৃষে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল মসজিদে ৫০০০ টাকা করে অনুদান প্রদান করেন।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD