বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

নিজ হাতে রান্না করে শ্রমিকদের খাওয়ালেন শেবাগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

খেলোয়াড়ী জীবনে ছিলেন বিধ্বংসী ব্যাটসম্যান। আর অবসরের পর সোশ্যাল সাইটে নানা বিষয়ে মন্তব্য করে নিয়মিতই আলোচনায় থাকেন বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক এই ওপেনার শুধুমাত্র কথার তুবড়ি ছোটান না, কাজেও তিনি সমান পারদর্শী। করোনাভাইরাসের কারণে চলতি লকডাউনের মাঝে অসহায় হয়ে পড়েছে দিনমজুরা। ভারতে মহাবিপদে আছেন পরিযায়ী শ্রমিকরা। যারা কাজের খোঁজে এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেছেন। তাদের জন্যই এবার নিজ হাতে রান্না করলেন শেবাগ।

করোনায় কাজ বন্ধ হওয়ায় পায়ে হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছিলেন এসব ভ্রাম্যমান শ্রমিক। তাদের সেই দলে ছিলেন নারী-শিশু-বৃদ্ধসহ গর্ভবতী নারীরাও। এই পরিযায়ী বা ভ্রাম্যমাণ শ্রমিকদের নানা দুর্দশার সঙ্গে ছিল খাবারের অভাব। তাদের এবার নিজ হাতে রান্না করে খাইয়েছেন বীরেন্দর শেবাগ। সোশ্যাল সাইট টুইটারে সাবেক এই বিধ্বংসী ওপেনার তার রান্না এবং খাবার প্যাকেটজাত করার একাধিক ছবিও পোস্ট করেছেন।

করোনার শুরু থেকেই বিভিন্ন সমাজ সচেতনতামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন শেবাগ। এবার শ্রমিকদের জন্য খাবার রান্না করে টুইটারে শেবাগ লিখেছেন, ‘নিজের বাড়িতে রান্না করা ও প্যাকেট করা খাবার অভিবাসী শ্রমিকদের হাতে তুলে দেওয়ার তৃপ্তি। উদয় ফাউন্ডেশন পরিযায়ী শ্রমিকদের হাতে এই খাবার তুলে দিয়েছে। আপনি চাইলে শেবাগ ফাউন্ডেশনের মাধ্যমে ১০০ জনের হাতে খাবার তুলে দিতে পারেন।’

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD