নিষ্ঠুর যুদ্ধে চরম বর্বরতার শিকার হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি শিশু। সেকেন্ডের মধ্যে বদলে যাচ্ছে তাদের জীবন। সব শিশুই এখন এই পরিস্থিতির সম্মুখীন। তাদের জীবনে কিছুই আর আগের মতো নেই।
ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণ হারাচ্ছে তাদের বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদী। হত্যার শিকার হচ্ছে অনেক শিশুও। কেউ কেউ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যাদের পরিবারের কোনো সদস্যই বেঁচে নেই।
এমন বর্বরতার শিকার শিশুদের বর্ণনার জন্য একটি নির্দিষ্ট শব্দ ব্যবহার করছেন গাজায় কর্মরত চিকিৎসকরা। তানিয়া হাজ-হাসান নামে একজন চিকিৎসক গাজায় ডক্টরস উইদাউট বর্ডারস-এর সঙ্গে কাজ করছেন।
তিনি বিবিসিকে বলেন, যুদ্ধের শিকার এমন শিশুদের বর্ণনার জন্য একটি সংক্ষিপ্ত রূপ আছে যা শুধু গাজার ভুক্তভোগীদের জন্যই। এটি হলো WCNSF (উনডেড চাইল্ড নো সারভিভিং ফ্যামিলি)।
তিনি বলেন, আহত শিশু যাদের পরিবারের কেউ জীবিত নেই এমন শিশুদের জন্য এই শব্দটি ব্যবহার হচ্ছে। এই শব্দটি যে মাঝেমাঝেই ব্যবহার হচ্ছে তা নয়। নির্মম যুদ্ধের শিকার শিশুর সংখ্যা অনেক। প্রায় ক্ষেত্রে এমন শব্দ ব্যবহার করতে হচ্ছে চিকিৎসকদের।