পঞ্চগড়ে পৃথক ঘটনায় আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলায় ডোবা ও পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা।
মারা যাওয়া দুই শিশু হলো আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে সিয়াম হোসেন (২) ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৫)।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, তেঁতুলিয়া উপজেলায় বোয়ালমারী এলাকায় শিশু আরিফ হোসেন বাড়ির পাশেই খেলছিল। বেশ কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে আটোয়ারী উপজেলার নিতুপাড়া এলাকায় শিশু সিয়াম হোসেন বাড়ির বাইরে খেলছিল। পরে দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি ডোবা (টিউবওয়েলের পানি জমে থাকা খাল) থেকে তার লাশ উদ্ধার করা হয়। নতুন হাঁটতে শেখা সিয়াম খেলার একপর্যায়ে হাঁসের বাচ্চার পেছনে পেছনে গিয়ে ওই ডোবার পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ও আটোয়ারী থানার ওসি ইজার উদ্দিন পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পৃথকভাবে দুটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।