লাইট নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে রাজধানীসহ আশপাশের জেলায় পিপিই পড়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়ি ডাকাতির কথা শোনা যাচ্ছে।
এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল ফটকের গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে ঢাকা জেলা পুলিশ।
শনিবার এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো যায় যে, ঢাকা জেলার সম্মানীত সকল অধিবাসীদের জানানো যাচ্ছে যে কোন ব্যক্তি যদি পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়িতে করোনা রোগী খোঁজ খবর করার সংক্রান্তে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না। যদি কেউ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী বা পুলিশ পরিচয়ে করোনা রোগী নিয়ে যেতে চেষ্টা করে তাহলে দরজা না খুলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ডিউটি অফিসারকে জানান।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টা করছে।
তাই উপোরোক্ত পরিস্থিতির কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
ঢাকা জেলার সকল থানা সমুহের মোবাইল ফোন নাম্বারঃ-
কেরাণীগঞ্জ মডেল থানাঃ-
অফিসার ইনচার্জ- 01713-373329
ডিউটি অফিসার- 01769-690284
কেরাণীগঞ্জ থানা(দক্ষিণ)-
অফিসার ইনচার্জ-01713-373333
ডিউটি অফিসার- 01769-690285
সাভার থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373327
ডিউটি অফিসার- 01769-690282
আশুলিয়া থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373332
ডিউটি অফিসার- 01771-595333
ধামরাই থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373328
ডিউটি অফিসার-01715-317500
নবাবগঞ্জ থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373330
ডিউটি অফিসার-01750-909882
দোহার থানাঃ-
অফিসার ইনচার্জ-01713-373331
ডিউটি অফিসার-01769-690287