রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

পূর্ব রাজাবাজারে লকডাউন আরো বাড়বে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক চালু হওয়া লকডাউনের ১৪ দিন আগামীকাল সোমবার শেষ হবে। তবে এ এলাকায় লকডাউন আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘লকডাউন বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদফতরকে জানিয়েছি। অধিদফতর থেকে এখনও আমাদের কিছু জানানো হয়নি। তবে লকডাউন বাড়বে। আশা করি, দ্রুত স্বাস্থ্য অধিদফতর থেকে আমাদের এ বিষয়ে জানানো হবে। রোববার রাতে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের চিঠি পেয়ে পূর্ব রাজাবাজার এলাকা গত ৯ জুন দিবাগত রাত ১২টা থেকে ১৪ দিনের জন্য ‘রেড জোন’ ঘোষণা করে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়।

প্রসঙ্গত, কোভিড-১৯ রোগটি ছড়ানোর ক্ষমতা সাধারণত ১৪ দিন ধরা হয়। এ কারণে প্রথমবার পূর্ব রাজাবাজার ১৪ দিনের জন্য লকডাউন করা হয়। তখন বলা হয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে লকডাউন বাড়িয়ে ২১ দিন করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD