বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শারীরিক প্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে বিদ্যুতের সুইজ বোর্ডের প্লাগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আদনান নামে ৩ বছরের বাক ও শারীরিক প্রতিবন্ধী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪জুন) বেলা সাড়ে ১১ টায় শহরের সরকারি কলেজ পাড়ায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, পৌর শহরের সরকারি কলেজ পাড়ার শরিফুল ইসলাম ঝন্টুর বাক ও শারীরিক প্রতিবন্ধী ৩ বছরের একমাত্র শিশু পুত্র আদনান বুধবার সকালে বসত ঘরের বিদ্যুতের সুইজ বোর্ডের প্লাগে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় শিশুটির চিৎকারে তার মা এসে শিশুটিকে ছটফট করতে দেখে। দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ মাহাবুবুল আলম ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান খবর পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি ।

লাইট নিউজ/ রাজো

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD