স্টাফ রিপোর্টার : প্রায় দেড়মাস ধরে বন্ধ আছে দেশের বিমানবন্দর, বন্ধ আছে সবধরনের বিমান চলাচল। এর ফলে অনেক যাত্রীই টিকেট কিনেও এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে উড়াল দিতে পারেননি। তাদের জন্য বিশেষ অফার এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এক ক্ষুদে বার্তায় বিমান জানায়, কোভিড-১৯ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে সম্মানিত যাত্রীগণ আগামী ১৪মার্চ, ২০২১ পর্যন্ত কোনো প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন।
বিমান আরো জানায়, কেউ যদি আর টিকেটটি ব্যবহার না করতে চায়, সেক্ষেত্রে তিনি এ সময়ের মধ্যে টিকেটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতেও পারবেন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দেশের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে ১৬ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তাই বন্ধ আছে বিমানের ফ্লাইটও। তবে বিভিন্ন দেশে আটকেপড়া যাত্রীদের আনা-নেয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা, সবজি রপ্তানিসহ বিমানের কার্গো ফ্লাইটগুলো এখনও চালু রয়েছে।
লাইট নিউজ