জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার বলেছেন, করোনাভাইরাস নিয়ে বিশ্বে ক্ষতিকারক স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। করোনার সঙ্গে মারাত্বকভাবে লড়াই করছে মানুষ। পাশাপাশি আমরা আরেকটি মহামারি দেখছি সেটি হলো গুজব। এই গুজবের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
এছাড়া এই গুজবের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব বলেন, আমি সাংবাদিকদের স্যালুট জানাই যারা বিভিন্ন সূত্র পরীক্ষা করে গুজবের বিরুদ্ধে তথ্য দিচ্ছেন।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকেও গুজবের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান অ্যান্তনিও গুতেরেস।
করোনাভাইরাসের উৎপত্তির পর এ পর্যন্ত বহু গুজব ছড়িয়েছে বিশ্বজুড়ে। কখনো শোনা গেছে অ্যালকোহল খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। আবার কেউ কেউ বলেছেন গরমে কমবে করোনার প্রকোপ। তবে এ সব গুজব বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘ।
‘বিশ্বজুড়ে করোনাভাইরাস নিয়ে গুজবের মহামারি চলছে’
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মঙ্গলবার বলেছেন, করোনাভাইরাস নিয়ে বিশ্বে ক্ষতিকারক স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। করোনার সঙ্গে মারাত্বকভাবে লড়াই করছে মানুষ। পাশাপাশি আমরা আরেকটি মহামারি দেখছি সেটি হলো গুজব। এই গুজবের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
এছাড়া এই গুজবের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব বলেন, আমি সাংবাদিকদের স্যালুট জানাই যারা বিভিন্ন সূত্র পরীক্ষা করে গুজবের বিরুদ্ধে তথ্য দিচ্ছেন।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকেও গুজবের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান অ্যান্তনিও গুতেরেস।
করোনাভাইরাসের উৎপত্তির পর এ পর্যন্ত বহু গুজব ছড়িয়েছে বিশ্বজুড়ে। কখনো শোনা গেছে অ্যালকোহল খেলে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে। আবার কেউ কেউ বলেছেন গরমে কমবে করোনার প্রকোপ। তবে এ সব গুজব বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘ।