বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

 

লাইট নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য মাসব্যাপী বন্ধ থাকার পরে বৃহস্পতিবার বিকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। খবর ইউএনবি’র।

ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘বিকালে পাটের বীজভর্তি চারটি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।’

বাংলাদেশ ও ভারতের হাই কমিশনের মধ্যে সমঝোতার পরে বন্দর দিয়ে বাণিজ্য আবার শুরু হয়েছে।

মতিয়ার আরও জানান, ভারতীয় ট্রাকগুলো নো-ম্যানস ল্যান্ড আসার পর সেখান থেকে বাংলাদেশি শ্রমিক এবং চালকরা পণ্য ট্রাকে তুলে নেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে প্রাত্যহিক প্রয়োজনীয়, জরুরি ও পচনশীল এবং পরে অন্যান্য পণ্য রপ্তানি শুরু হবে।

বন্দর সূত্রে জানা যায়, বিভিন্ন পণ্যবোঝাই ২২২৪টি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষা করছে। বন্দরে রপ্তানি ও আমদানি কার্যক্রমের সাথে জড়িত সকল ব্যক্তিকে হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান সরবরাহ করা হবে।

লাইট নিউজ

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD