করোনাভাইরাস পরিস্থিতিতে বেসরকারি কোনো ব্যাংকের কর্মকর্তা কর্মরত অবস্থায় অসুস্থ হলে বা করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার সব ব্যয় বহন করবে সংশ্লিষ্ট ব্যাংক।
এছাড়া করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।
ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
টেলিকনফারেন্সের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়।
বিএবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মরত ব্যাংক কর্মকর্তাদের যেকোন অসুস্থতা অথবা করোনা সংক্রান্ত কোন সংক্রমণ হলে প্রত্যেকটি ব্যাংক তাদের স্ব স্ব কর্মকর্তাদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করবে।
এ ছাড়াও সংক্রমিত হয়ে কারো কোন দুর্ঘটনা যদি ঘটে তাহলে প্রতিটি ব্যাংক ওই কর্মকর্তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেবে।
বিজ্ঞপিতে আরও বলা হয়, জীবনের ঝুঁকি নিয়ে বর্তমান পরিস্থিতিতে জাতির অর্থনীতিকে সচল রাখতে যেসব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আইন-শৃঙ্খলা বাহিনীর মতো নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত রেখেছেন— নিঃসন্দেহে সেইসব ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক।