রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

মাছ কারখানায় একজনের মাধ্যমে আক্রান্ত ৫৩৩ শ্রমিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

 

পশ্চিম আফ্রিকার দেশ ঘানার একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় এক শ্রমিকের মাধ্যমে আরও ৫৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার টেলিভিশনে এক ভাষণে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো।

গত শুক্রবারই টেমা শহরের কারখানাটিতে ভাইরাস সংক্রমণের কথা জানিয়েছিল ঘানার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে সে সময় বিস্তারিত জানানো হয়নি।

প্রেসিডেন্ট আকুফো-আদ্দো জানান, নতুন শনাক্ত ৫৩৩ জনকে নিয়ে ঘানায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭০০ জন, যা পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এ পর্যন্ত করোনায় ২২ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪৯৪ জন।

তিনি জানান, সেখানে সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১ লাখ ৬০ হাজার ৫০১টি টেস্ট করা হয়েছে। প্রতি ১০ লাখ মানুষের মধ্যে পরীক্ষার হারে আফ্রিকান যে কোনও দেশের মধ্য সবার ওপরে রয়েছে ঘানা।

এসময় মে মাসের শেষ নাগাদ জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি রাখার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট। পাশাপাশি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলেও জানান আকুফো-আদ্দো।

সূত্র: রয়টার্স

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD