কারিনা কাপুর খান এবং সারা আলি খান। দুজনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী। সম্পর্কে সৎ মা এবং মেয়ে হলেও ব্যক্তিগতভাবে তারা খুব ঘনিষ্ঠ বলেই জানালেন কারিনা কাপুর খান।
এই দুজনের সম্পর্কে মা-মেয়ে কম, বন্ধু বেশি। কারিনা কাপুরের শোতে এসেছিলেন ২৪ বছর বয়সী সারা।
এই দু’জনকে প্রায়শই একসঙ্গে দেখা গেলেও সিনে পাড়ায় এবং দর্শকদের মধ্যে তাদের সম্পর্ক কেমন, তা নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে।
এদিকে, সারা আলি খান প্রসঙ্গে করিনা কাপুরের পুরনো একটা ইন্টারভিউ আবার ভাইরাল হয়েছে। ইব্রাহিম ও সারা প্রসঙ্গে বলিউড লাইফকে দেওয়া সেই ইন্টারভিউতে করিনা কাপুর অকপট সাক্ষাৎকার দিয়েছিলেন।
সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা সবে লন্ডন থেকে ছুটি কাটিয়ে ফিরলাম। আমাদের সঙ্গে সারা ও ইব্রাহিমও ছিলেন। ওরা দুজনেই খুব ওপেন। আমাদের আগে সারা যখন মুম্বাই ছাড়ে আমার খুব কষ্ট হয়েছিল। আমি একদমই চাই না সারা মুম্বাইয়ের বাইরে যাক। কারণ আমরা খুব ঘনিষ্ঠ।
অন্যদিকে সারা আলী খানও দারুণ ‘বেবো’ভক্ত।
এদিকে, করোনার প্রকোপের আগে আংরেজি মিডিয়াম ছবিতে শেষবার দেখা গিয়েছিল করিনা কাপুরকে। সেই ছবিতে বেবোর বিপরীতে ছিল প্রয়াত অভিনেতা ইরফান খান। পাশাপাশি কার্তিক আরিয়ানের বিপরীতে লাভ আজকাল ছবিতে দেখা গিয়েছে সারা আলি খানকে।