রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

মুজিববর্ষেই বঙ্গবন্ধুর বাকি খুনিদের ফিরিয়ে আনা সম্ভব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদ গ্রেফতারের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষেই বঙ্গবন্ধুর বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আমাদের আশাবাদ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ প্রত্যাশার কথা জানান তিনি।

আব্দুল মোমেন বলেন, করোনা সংকটের মধ্যেও আমরা খুশির একটি খবর পেলাম, বঙ্গবন্ধুর খুনীদের একজন আব্দুল মাজেদ গ্রেফতার। আমরা আশা করেছিলাম, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা তা সম্ভব হলো। তবে, এখনও বঙ্গবন্ধুর ৫ খুনি পলাতক। তাদের একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়।

‘আমাদের প্রত্যাশা, মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দরকার দেশের ও প্রবাসী জনগণের সহযোগিতা। আমাদের আশাবাদ, মুজিববর্ষেই তা সম্ভব হবে।’

মঙ্গলবার রাজধানীর মিরপুর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদকে গ্রেফতার করা হয়। তাকে বর্তমানের জেলহাজতে পাঠানো হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD