মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

মোবাইলে বাড়তি টাকা কাটা শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

 

সদ্য ঘোষিত বাজেটে মোবাইল ফোন ব্যবহারের ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে। আগে এটা ছিল ২৭ শতাংশ, এখন আরো ৫ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ, কোনো গ্রাহক মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে সেবা পাবেন মাত্র ৭৫ টাকার। বাকিটা যাবে সরকারের পকেটে। বাজেটের এই ঘোষণার পর মঙ্গলবার রাত ১২টার পর থেকেই মোবাইল ব্যবহারে বাড়তি টাকা কাটা শুরু করে দিয়েছে অপারেটরগুলো।

মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব এস এম ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সবমিলিয়ে এখন গ্রাহকের রিচার্জের ৩৩ দশমিক ২৫ শতাংশ কেটে নেওয়া হবে। এর মধ্যে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর আরো ২ দশমিক ৩৩ শতাংশ।

আগে মোবাইল ব্যবহারে সম্পূরক শুল্ক কাটা হতো ১০ শতাংশ। এবারের বাজেটে অন্যান্য চার্জ বহাল রেখে এই সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হয়েছে। তাতে মোট কর বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৫ শতাংশে। টেলিকম খাতের বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর আর কোনো দেশে মোবাইল ব্যবহারের ওপর এত বেশি ট্যাক্স নেই।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD