বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

যমুনা পাড়ি দিয়ে সিরাজগঞ্জের ঢুকেছে অর্ধশত মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

class="_aok" tabindex="0" aria-label="যমুনা পাড়ি দিয়ে সিরাজগঞ্জের ঢুকেছে অর্ধশত মানুষ আবির হোসাইন শাহিন নিজস্ব প্রতিবেদক ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত অর্ধশত নারী-পুরুষ টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদী পার হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দি‌কে উপ‌জেলার খানুরবা‌ড়ি ও ভালকু‌টিয়ার এলাকার থে‌কে নৌকা‌যো‌গে যমুনা নদী পার হ‌য়ে‌ছেন এসব মানুষ। জানা গে‌ছে, যমুনা নদী পার হওয়া ওই সব নারী-পুরুষ নারায়ণগঞ্জ ও ঢাকা থে‌কে ট্রাক‌যো‌গে বঙ্গবন্ধু সেতুপূর্ব ও এলেঙ্গা‌তে আসার পর পু‌লি‌শের ভ‌য়ে সেখা‌নে নে‌মে প‌ড়েন। এরপর সিএন‌জি চা‌লিত অটোরিকশা‌যো‌গে উপ‌জেলার গো‌বিন্দাসী ঘা‌টে আসেন নদী পার হ‌তে। কিন্তু সেখা‌নে নদী পার হওয়ার কোনো নৌকা না পে‌য়ে পার্শ্ববর্তী খানুরবা‌ড়ি ও ভালকু‌টিয়া এলাকায় খেয়া ঘা‌টে এসে নৌকাযো‌গে নদী পার হয়। খানুরবা‌ড়ি ও ভালকু‌টিয়ার যমুনা নদীর পা‌রে বসবাসকারীরা জানান, সকা‌লের দি‌কে বি‌ভিন্ন জায়গা থে‌কে আসা ওইসব লোকজন গো‌বিন্দাসী ঘা‌টে নৌকা না পে‌য়ে ভালকু‌টিয়া ও খানুরবা‌ড়ি এলাকায় খেয়াঘা‌টে গি‌য়ে জনপ্রতি ৫০০টাকা ক‌রে দি‌য়ে যমুনা নদী পার হ‌য়ে সিরাজগ‌ঞ্জে চ‌লে গে‌ছেন।"> নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত অর্ধশত নারী-পুরুষ টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদী পার হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দি‌কে উপ‌জেলার খানুরবা‌ড়ি ও ভালকু‌টিয়ার এলাকার থে‌কে নৌকা‌যো‌গে যমুনা নদী পার হ‌য়ে‌ছেন এসব মানুষ।
জানা গে‌ছে, যমুনা নদী পার হওয়া ওই সব নারী-পুরুষ নারায়ণগঞ্জ ও ঢাকা থে‌কে ট্রাক‌যো‌গে বঙ্গবন্ধু সেতুপূর্ব ও এলেঙ্গা‌তে আসার পর পু‌লি‌শের ভ‌য়ে সেখা‌নে নে‌মে প‌ড়েন। এরপর সিএন‌জি চা‌লিত অটোরিকশা‌যো‌গে উপ‌জেলার গো‌বিন্দাসী ঘা‌টে আসেন নদী পার হ‌তে। কিন্তু সেখা‌নে নদী পার হওয়ার কোনো নৌকা না পে‌য়ে পার্শ্ববর্তী খানুরবা‌ড়ি ও ভালকু‌টিয়া এলাকায় খেয়া ঘা‌টে এসে নৌকাযো‌গে নদী পার হয়।
খানুরবা‌ড়ি ও ভালকু‌টিয়ার যমুনা নদীর পা‌রে বসবাসকারীরা জানান, সকা‌লের দি‌কে বি‌ভিন্ন জায়গা থে‌কে আসা ওইসব লোকজন গো‌বিন্দাসী ঘা‌টে নৌকা না পে‌য়ে ভালকু‌টিয়া ও খানুরবা‌ড়ি এলাকায় খেয়াঘা‌টে গি‌য়ে জনপ্রতি ৫০০টাকা ক‌রে দি‌য়ে যমুনা নদী পার হ‌য়ে সিরাজগ‌ঞ্জে চ‌লে গে‌ছেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD