যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য রণজিত কুমার রায়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে, সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের ( সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তার চিকিৎসা চলবে।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন আরও জানিয়েছেন, কয়েকদিন ধরে সংসদ সদস্য রণজিত কুমার রায় জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিলো।
লাইটনিউজ/এসআই